Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শণীয় স্থান

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে বহুকালে বহু জ্ঞানী-গুণী ব্যক্তির জন্ম হয়েছে। জ্ঞানী-গুণী মহিয়সী ব্যক্তিবর্গের পাশাপাশি অত্র ইউনিয়রে রয়েছে ছোটখাটো কিছু মনোজ্ঞ দর্শণীয় স্থান। যার দর্শনে দেহ মনে অতীত ঐতিহ্যের রূপরেখা স্বরণ করিয়ে দেয়। তেমনি একটি উল্লেখযোগ্য দর্শণীয়  স্থান হচ্ছে  আসামমুড়া গ্রামের পূর্বে সাংহাই হাওড়ে অবস্থিত বেড়ীবাধ ‍"পাচঁশফুটি" । ১৯৮৭সালে পাঁচশত ফুট জায়গাজুড়ে বড় বড় পাথর ফেলা হয় বেড়ীবাঁধ হিসেবে। এই স্থানে  বর্ষার শুরুতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীর আগমন ঘটে। তাছাড়া বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সময় এ স্থানটিকে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে। এখানকার বৈকালিক দৃশ্য অলসমনকে করে তুলে উজ্জীবিত, প্রানে দেয় আনন্দের দোলা।

ইউনিয়নের পাথারিয়া বাজারে রয়েছে প্রায় দুইশত বছরের প্রাচীন রাধামাধব জিওর আখড়া। প্রতি বছর এখানে বিপুল পরিমান দর্শনার্থী ও পূর্ণ্যার্থীদের সমাগম ঘটে থাকে।

 

তথ্য সংগ্রহে:- মনোয়ার হোসেন হিমেল/১২-০৬-২০১৪